ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় একটি বাসসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে আটকের পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।দুপুর দেড়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
আটক ২৯ জনের মধ্যে রয়েছেন ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল নেতা
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই কায়েস জানান, তাদের নাম পরিচয় ও কী কারণে কোথায় যাচ্ছিল, এসব বিষয়ে জানা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আনা হয়েছিল।
নারায়ণগঞ্জ জেলা ডিবির ওসি আল মামুন জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। ২৯ জনকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
১২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫