গাজায় ইসরায়েলের নির্মম হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এই হামলা বন্ধের দাবি জানিয়ে বলেন, "এই বর্বরতা চিরতরে বন্ধ হোক।"
রবিবার দুপুরে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেখানে তিনি গাজায় নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সহমর্মিতা প্রকাশ
করেন।ক্রীড়া উপদেষ্টা বলেন, "আজ যখন আমরা এখানে জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করছি, তখন আমাদের পুরো পৃথিবী মানবতার একটি কলঙ্কজনক দিন দেখেছে। গতকাল গাজায় ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়েছে। আমরা দেখেছি মানুষের লাশ কিভাবে আকাশে উড়ছে বোমার আঘাতে।"
তিনি গাজাবাসীর প্রতি সহমর্মিতা ও সমর্থন জানিয়ে বলেন, "আমরা চাই, বিশ্ব থেকে সকল নিষ্ঠুরতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ড চিরতরে বন্ধ হোক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
আসিফ মাহমুদ বিশ্ববাসীর কাছে মানবাধিকার রক্ষায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫