Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

দীর্ঘ ছুটি শেষে প্রাথমিকে ক্লাস শুরু, আগামীকাল খুলছে মাধ্যমিক

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আজ থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়গুলো আগামীকাল বুধবার থেকে খুলছে।


শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাকালীন তালিকা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির পর বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সোশ্যাল

মিডিয়ায় পুনরায় ক্লাস শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


গত ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উদযাপনের মধ্য দিয়ে এই দীর্ঘ ছুটি শুরু হয়েছিল। এরপর রমজান মাস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শবেবরাত, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটিসহ মোট প্রায় ৪০ দিন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল।


প্রাথমিক বিদ্যালয়গুলো মূলত গত সোমবার (৭ এপ্রিল) থেকে খোলার কথা ছিল। কিন্তু ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সেদিন ক্লাস বন্ধ রাখা হয়। ফলে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে নিয়মিত ক্লাস শুরু হয়েছে।


মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই দীর্ঘ ছুটি শুরু হয়েছিল ২৭ ফেব্রুয়ারি থেকে, কারণ ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটির দিন। এভাবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা প্রায় ৪০ দিনের ছুটি ভোগ করেছে। এসব প্রতিষ্ঠান আগামীকাল বুধবার (৯ এপ্রিল) থেকে পুনরায় চালু হবে।


মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল আরও আগে, ২৫ ফেব্রুয়ারি থেকে। ঈদ ও অন্যান্য ধর্মীয় ছুটির পর ৪২ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে সেগুলোও পুনরায় চালু হয়েছে।

১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন