Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

অসুস্থ সাবেক মন্ত্রী শাহজাহান খান ঢামেকে ভর্তি

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে অসুস্থ সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেলে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সোমবার

বিকেলে শাহজাহান খানকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) আনা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয়।’


কর্তব্যরত চিকিৎসক ডা. তৌকির আহমেদ বলেন, ‘শাহজাহান খানের ইসিজি পরীক্ষা করা হয়েছে, যেখানে তার উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। এর আগে থেকেই তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হয়। সেখানেই তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন