Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো

সিলেটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুকুর থেকে তাদের মৃরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
মারা যাওয়া দুই শিশু হলো- গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের সুহেল মিয়ার মেয়ে তাসকিয়া বেগম (৫) ও দক্ষিণ সুরমার রাখালগঞ্জের সুমি বেগমের মেয়ে ফাইজা বেগম (৬)।
সিলেট

জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার পরিদর্শক শ্যামল বণিক জানান, ঈদ উপলক্ষে সন্তানদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন তাসকিয়ার মা হাসিনা বেগম ও ফাইজার মা সুমি বেগম। বৃহস্পতিবার দুপুরে খেলতে গিয়ে তাসকিয়া ও ফাইজা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তাদের মরদেহ বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের লোকজন শিশু দুটির লাশ উদ্ধার করেন।

২৬ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন