গ্রাহকের
আস্থাধন্য প্রতিষ্ঠান নগদহাট
বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গত ২১/০১/২৩
ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
কোম্পানির ভাইস চেয়ারম্যান সুজিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদহাট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসরাফিল মোল্লা । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ বি সি সি আই এর নির্বাহী সদস্য জনাব মাহবুব রানা। নগদহাট বাংলাদেশ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক করিমুল মাওলা শামীম। পার্কভিউ হসপিটাল এর ডিরেক্টর হামিদুল হক, নগদহাটের মার্কেটিং অব ডিরেক্টর সেলিম হোসেন ও ডিরেক্টর মোহাম্মাদ মহিউদ্দিন এবং অহিদুল ইসলাম শিপন সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করে।
নগদহাটের
ডিএমডি করিমুল মাওলা শামীম একটি তথ্যবহুল বিজনেস
প্রেজেন্টেশনের মাধ্যমে সবার সামনে নগদহাটের
সামগ্রিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এরপর সেলিম হোসেন উপস্থিতিদের মধ্যে নগদহাটের মার্কেটিং
বিষয় নিয়ে আলোচনা করেন । এফ বি সি সি আই এর নির্বাহী সদস্য মাহবুব রানা
নগদহাটের সাথে সম্পৃক্ত থেকে আত্মনির্ভরশীল হয়ার জন্য আশা ব্যাক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে নগদহাটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসরাফিল মোল্লা দেশে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নগদহাটের ভূমিকার কথা উপস্থাপন করেন। নগদহাটের ব্যবস্থাপনা পরিচালক ইসরাফিল মোল্লা বলেন স্বল্প পুঁজি এমনকি অনেক ক্ষেত্রে শূন্য পুঁজি বিশিষ্ট উদ্যোক্তাদেরও নগদহাট তার সাথে যুক্ত হয়ে অর্থ উপার্জন এবং ব্যবসায়িক সাফল্য লাভের পথ সুগম করে দিচ্ছে। তিনি আরও বলেন, নগদহাট বিদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট এনে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা প্রসারে সহায়তা করছে। ইসরাফিল মোল্লা দেশের বেকারত্ব দূরীকরণের নগদহাটের বিভিন্ন পরিকল্পনার কথাও অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন। তিনি মানুষের প্রত্যাশা পূরণের জন্য নগদহাটে বিভিন্ন ভ্যালু এডেড সেবা সংযোজনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে
উপস্থিত নগদহাটের ব্যবস্থাপনা পরিচালক উদ্যোক্তাদের
বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। ব্যবসায়িক এবং
পেশাগত ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য অর্জনে নগদহাটের ব্যবস্থাপনা পরিচালক সব
সময় উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি
ব্যক্ত করেন। উদ্যোক্তারা কিভাবে নগদহাটের সাথে সম্পৃক্ত হবে
এবং কোন কৌশলে কার্যক্রম
পরিচালনা করে এগিয়ে যেতে
পারে সেই বিষয়েও তিনি
উক্ত প্রোগ্রামে আলোকপাত করেন।
নগদহাটের
কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত চট্রগ্রাম
অঞ্চলের উদ্যোক্তাগণ নগদহাটের সাথে সম্পৃক্ত হয়ে
কাজ করার মাধ্যমে একটি
অগ্রসর ও আত্মনির্ভরশীল জাতি
গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তারা সবাই মিট-আপ প্রোগ্রাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। উদ্যোক্তারা বলেন ক্যারিয়ার গতিপথ নির্ধারণে এবং রিয়েল বিজনেস ফিল্ড সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে এই প্রোগ্রামটি অত্যন্ত ফলপ্রদ ছিলো।
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫