কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নে ঈদের দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় নেতাকর্মীদের উপর হামলা, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
২৮ শে রমজান চৌদ্দগ্রাম উপজেলা শ্রেণি- পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গের সম্মানে চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের বিভিন্ন গ্রুপ ( এমপি মুজিবুল হকের বিরোধী গ্রুপ)
একসাথে হয়ে কুমিল্লা ক্লাবে ইফতার পার্টি ও আলোচনা সভা আয়োজন করে ।স্থানীয় একাধিক সূত্র জানায়, এই ইফতার পার্টিকে কেন্দ্র করে ঈদের দিন এমপি মুজিবুল হক গ্রুপের নেতা কর্মীরা শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজার ও নালঘর বাজারে চেয়ারম্যান শাহ জালাল মজুমদারের বিরুদ্ধে হুমকি দিয়ে বিক্ষোভ মিছিল বের করে । পরবর্তীতে শাহ জালাল মজুমদারের বিরুদ্ধে অশীল আচরণ করায় , স্থানীয় নেতাকর্মীরা এক হয়ে নিন্দা জানিয়ে শাহজালাল মজুমদারের পক্ষে প্রতিবাদ মিছিল বের করে। তারা মিছিল শেষ করে বাড়িতে যাওয়ার পরপরই পূনরায় মুজিবুল হক এমপির ভাতিঝারাসহ বিভিন্ন লোকবলসহ রাতের অন্ধকারে নালঘর বাজার এসে শাহ জালাল মজুমদারের কর্মীদের উপর হামলা চালায়, হামলা চালানোর পরেও ক্ষ্যান্ত হয়নি তারা, কর্মীরা বাড়িতে চলে যাওয়ার পরেও হামলা চালায়, নালঘর যুবলীগ নেতা শাহ আলম এর বাড়ি ও শ্রীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন এর বাড়িতে ঢুকে হামলা চালায় বিভিন্ন জিনিস পত্র ভাংচুর করে নগদ টাকা ঘর থেকে নিয়ে যায় ও বাজারে থাকা শাহ জালাল মজুমদারের কর্মীদের উপর হামলা চালায়। বিভিন্ন বাড়িঘর ভাংচুর করে ও অর্থলুট করে বলে অভিযোগ করে।
শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার জানান, আজ এমপি মুজিবুল হক সাহেবের নির্দেশে হামলা হয়েছে। এই নিয়ে আতঙ্ক বিরাজ করে আসছে সাধারণ মানুষের মনে, বিভিন্ন সাধারণ মানুষের প্রশ্ন- একজন এমপি কিভাবে একটা ঈদের দিন মুসলমানদের আনন্দ উল্লাসের এই দিনে তিনি কিভাবে বাড়িতে এসে নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন হামলা করার জন্য ? আমরা এই হামলার নিন্দা জানাই। এমন রাজনীতি আমরা মুজিবুল হক এমপির কাছ থেকে আশা করিনি , তিনি চৌদ্দগ্রামের প্রতিটি ইউনিয়নে এই সমস্যা গুলো লাগিয়ে দিচ্ছে , এমন রাজনীতি আমরা কখনো দেখেনি । আমরা এসব হামলার বিচার চাই।
এ বিষয়ে জানতে সাংসদ মুজিবুল হক মুজিবের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রন্জন চাকমার মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগ পাওয়া যায়নি।
২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫