Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ২ পৌষ ১৪৩২

জাতীয়

চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাপ্রধানের বিশেষ আহ্বান

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
# ফাইল ফটো




চলমান পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির সেবা করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অতিরিক্ত বল প্রয়োগ না করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।


সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সেনাপ্রধান বলেন, "আমরা ভেবেছিলাম, দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব। কিন্তু কাজটি দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং পেশাদারিত্বের সাথে কাজটি সম্পন্ন করতে হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না পর্যন্ত একটি নির্বাচিত সরকার পাওয়া যায়, ততদিন আমাদের এই কাজ ধৈর্যের সাথে করে যেতে হবে।"


তিনি আরও বলেন, "ডেপ্লয়মেন্টের সময় উশৃঙ্খল আচরণ করা যাবে না। অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে সতর্ক থাকতে হবে। বল প্রয়োগ করতে হলেও পেশাদারিত্বের সাথে যত কম বল প্রয়োগ করা যায়, ততই ভালো। ইনশাআল্লাহ, আমরা সবাই যদি একসাথে কাজ করি, তাহলে দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব।"


বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "একজন সেনাসদস্যের পেশাগত দক্ষতা অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মৌলিক প্রশিক্ষণের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"


এ সময় সেনাবাহিনী প্রধান নিজেও ফায়ারিংয়ে অংশগ্রহণ করেন। এর আগে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এবারের ফায়ারিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ৩৩ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয়েছে ৭ বিগ্রেড ডিভিশন।


ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৫ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন