গাইবান্ধার সাঘাটায় প্রথম শ্রেণিতে পড়ুয়া তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল কাফি (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আব্দুল কাফির বাড়ি সাঘাটার কচুয়া ইউনিয়নে।
পুলিশ জানায়,
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার জানান, যৌন নিপীড়নের শিকার তিন শিশুর মধ্যে এক শিশুর বাবা এই মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতেই তাকে পাঠানপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।
১৯ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫