দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এসেছে ৫৯৩ টন কাঁচা মরিচের বিশাল চালান। কাঁচা মরিচের এই আমদানির ফলে বন্দর এলাকায় স্বস্তির নিঃশ্বাস দেখা দিয়েছে। অনেকেই আশা করছেন, এর ফলে কাঁচা মরিচের দাম দ্রুত কমবে। বর্তমানে বেনাপোলসহ আশেপাশের বাজারে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
দেশে যখন কাঁচা মরিচের দাম অস্থিতিশীলভাবে বেড়ে চলেছে, তখন ভারত থেকে আমদানি করে
এই সংকট মোকাবিলায় সহায়তা পাওয়া যাচ্ছে। দুর্গাপূজার ছুটির কারণে গত পাঁচ দিন বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল। সোমবার বন্দর খোলার পর একদিনেই ৫৮২ মেট্রিক টন কাঁচা মরিচ প্রবেশ করে। ৫০টি ট্রাকে এসব মরিচ খালাস করে আমদানিকারকরা দেশের বিভিন্ন বাজারে নিয়ে যান।বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়, সোমবার ২৮ জন আমদানিকারক ভারত থেকে দুই কোটি ৩৪ লাখ টাকা মূল্যের কাঁচা মরিচ আমদানি করেন। প্রতিটি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা, এবং এর উপর শুল্ক ৩৬ হাজার টাকা। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১১ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষের মতে, শুল্ক পরিশোধের পর এগুলো সন্ধ্যার আগেই খালাস করা হবে।
বন্দরের শ্রমিক, সাধারণ মানুষ ও ব্যবহারকারীরা জানান, পূজার ছুটির কারণে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম দ্রুত বেড়ে যায়। তবে আমদানি পুনরায় শুরু হওয়ায় বাজারে স্বস্তি ফিরবে বলে তারা আশাবাদী।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান, সোমবার ও মঙ্গলবার দুই দিনে ৫৯৩ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে এসেছে। সোমবার ৫০ ট্রাক কাঁচা মরিচ খালাস করা হয় এবং মঙ্গলবার বিকেল পর্যন্ত ১১ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে।
৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫