চীনের দক্ষিণাঞ্চলে একটি আউটডোর স্পোর্টস সেন্টারের মাঠে শরীরচর্চা করছিলেন বেশ কিছু মানুষ। হঠাৎ একটি গাড়ি তাদের ওপর উঠে গেলে অন্তত ৩৫ জন নিহত হন। ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার (১২ নভেম্বর) রাতে।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের ঝুহাই স্পোর্টস সেন্টারে শরীরচর্চায় নিয়োজিত মানুষদের ওপর গাড়িটি উঠে যায়। এতে ৪০ জনের বেশি আহত হন এবং তাদের দ্রুত
হাসপাতালে ভর্তি করা হয়।৬২ বছর বয়সী গাড়িচালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
অনলাইনে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, মাঠের চারপাশে আহত অবস্থায় অনেকেই পড়ে আছেন। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতা। আহতদের মধ্যে অনেকেই স্থানীয় দুটি ফিটনেস ও ওয়াকিং গ্রুপের ইউনিফর্ম পরিহিত ছিলেন।
চীনা সংবাদমাধ্যম কাইক্সিন জানিয়েছে, গাড়িটি একাধিক শরীরচর্চায় নিয়োজিত গ্রুপের সঙ্গে ধাক্কা খায়। এসব গ্রুপে মধ্যবয়সী ও বৃদ্ধ মানুষদের পাশাপাশি কিশোর ও শিশুরাও ছিল।
চীনে সহিংস অপরাধের হার কম হলেও সাম্প্রতিক মাসগুলোতে স্কুলের শিশু সহ সাধারণ মানুষকে লক্ষ্য করে বেশ কয়েকটি আক্রমণের ঘটনা ঘটেছে।
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫