Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

জাতীয়

চাপে নয় ভারতের অনুরোধে ইলিশ পাঠাচ্ছি : উপদেষ্টা ফরিদা

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
# ফাইল ফটো



মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভারতে আমরা দীর্ঘদিন ধরে মাছ রপ্তানি করে আসছি। যেহেতু সেখানে একটা ধর্মীয় উৎসবের ব্যাপার আছে তাই কোনো চাপ নয়, অনুরোধে আমরা ইলিশ পাঠাচ্ছি।


সোমবার কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময়সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, গত বছরের তুলনায় ইলিশ কম ধরা পড়ায় বাজারে ইলিশের দাম বেশি।

গত মৌসুমের তুলনায় জুলাই মাসে ৩৭ শতাংশ কম ইলিশ ধরা পড়েছে। আর আগস্ট মাসে কম ধরা পড়েছে ৪৭ শতাংশ ইলিশ। যার কারণে বাজারে ইলিশের দাম বেশি। আমরা দামটা কমাতে পারিনি।


ফরিদা আখতার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনকল্যাণের জন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে আমরা সরকারিভাবে মাছ বিক্রির উদ্যোগ নিয়েছি। পাশাপাশি প্রবাসী যারা রয়েছেন তাদের কাছেও মাছ রপ্তানির জন্য সরকার উদ্যোগ নিচ্ছে।


তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এবার ইলিশ রপ্তানি কমেছে। গত বছর আমরা রপ্তানি করেছি ৩ হাজার টন ইলিশ। আর এ বছর রপ্তানি করার অনুমোদন দেওয়া হয়েছে ১ হাজার ২০০ টন।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষিতে যেমন প্রণোদনা আছে, মৎস্যে তেমন প্রণোদনা নেই বললেই চলে। তবে আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি।

৮ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন