Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ব্যবসা বন্ধ করলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত: নৌ-পরিবহন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত যদি ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় না রাখে, তবে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি উল্লেখ করেন, ভারত আমাদের কোনো পণ্য বিনা মূল্যে দেয় না, সবই মূল্য পরিশোধ করে নিতে হয়। যদি তারা মনে করে ব্যবসা-বাণিজ্য বন্ধ করবে, তবে তাতে তাদের অর্থনৈতিক

ক্ষতি হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, তারা গরু রপ্তানি বন্ধ করেছিল, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ এখনো গরু খাচ্ছে।


শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত। রাজনৈতিক কারণে কিছুদিনের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে, কিন্তু এটি দীর্ঘস্থায়ী হবে না। কারণ, ভারতের ব্যবসায়ীরা কখনোই এই বাজার নষ্ট করতে চাইবে না। ফলে, বাংলাদেশে এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।


তিনি বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারের কারণে ভারতেরই বেশি ক্ষতি হচ্ছে। বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু এই ধরনের অপপ্রচার দেখে বাংলাদেশের মানুষ ভারতের বিপক্ষে অবস্থান নিতে বাধ্য হচ্ছে। ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়ে তাদের টিআরপি বাড়াচ্ছে, কিন্তু এর ফলে তারা বাংলাদেশের মানুষের সমর্থন হারাচ্ছে।


জাতীয় ঐক্য প্রসঙ্গে ড. সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যেই সরকার গঠন হবে। তবে স্বাধীনতার ৫২ বছরে এই প্রথমবার সংকটকালীন সময়ে সব দল একত্রে আলোচনা করেছে। এমনকি ধর্মীয় নেতারাও এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। ভবিষ্যতেও এই ঐক্যের ধারা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এর আগে দুপুর ১২টার দিকে তিনি ভোমরা স্থলবন্দরে পৌঁছান এবং ভোমরা ইমিগ্রেশন পরিদর্শন করেন। তিনি ভারত ও বাংলাদেশের পাসপোর্ট যাত্রীদের হয়রানির বিষয়ে খোঁজখবর নেন। এরপর ভোমরা কাস্টমসের যাত্রীদের লাগেজ স্ক্যানার মেশিন, পণ্য পরিমাপ স্কেলসহ বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ভোমরা স্থলবন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অংশীজনদের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন