Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




‘রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না’—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


আজ মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।


তার বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত এলে, এবং রাষ্ট্রের প্রতি

অবমাননার মতো গুরুতর ঘটনা ঘটলে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। রাষ্ট্রদ্রোহের মতো অপরাধে যারা জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, তা সে যত বড় নেতাই হোক না কেন।”


তিনি আরও উল্লেখ করেন, “সম্প্রতি একটি গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রদায়ের ভিত্তিতে নয়, রাষ্ট্রীয় স্বার্থের বিবেচনায় তারা কাজ করবে।”


তবে তিনি সরাসরি কোনো নাম উল্লেখ না করলেও, সম্প্রতি গ্রেফতার হওয়া ব্যক্তি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। গতকাল সোমবার তাকে ঢাকায় গ্রেফতার করা হয়।


আজ মঙ্গলবার চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হলে বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করেন।


এ ঘটনায় দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গতকাল থেকে তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন। আজ আদালত চত্বরেও তার অনুসারীরা বিক্ষোভ করেন।


জামিন নাকচ হওয়ার পর প্রিজন ভ্যান থেকে হ্যান্ডমাইকের মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানান।


এক ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “আমরা এমন কিছু করব না যাতে রাষ্ট্র অস্থিতিশীল হয় বা শান্তিপূর্ণ সহাবস্থান বিঘ্নিত হয়। আবেগকে সংযত রাখুন এবং তা শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান।”

২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন