Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

দাউদকান্দিতে অটোচালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো


নিখোঁজের ৩৬ ঘন্টা পর দাউদকান্দির গৌরীপুর এলাকার ডোবা থেকে শফিউল্লাহ (৩৫) নামে অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫)। পেশায় অটোরিকশা চালক।

চাচাত ভাই নাছির উদ্দীন বলেন, সফিউল্লাহ ছয় মাস আগে এনজিও থেকে টাকা তুলে অটোরিকশাটি কিনে চার সন্তান নিয়ে কোন রকমে সংসার চালাতো। ঈদের আগেরদিন সন্ধ্যার পর সে নিখোঁজ

হয়। খোঁজাখুঁজি করেও তার খোজ পাইনি। পরে পুলিশকে জানানো হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, আজ শুক্রবার(১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের মাটির সড়কের পাশে ডোবায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ওমর ফারুক লাশটি উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় হত্যাকারীদের সনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন