Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লায় জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭): বালকের গ্রুপে দাউদকান্দি ও বালিকা গ্রুপে কুমিল্লা সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন

রাসেল সোহেল/ হাবিবুর রহমান মুন্না:
২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো





যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) প্রতিযোগিতায় বালকের গ্রুপে আদর্শ সদরকে ১-০ গোলে হারিয়ে দাউদকান্দি উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে বালিকা গ্রুপের ফাইনালে চান্দিনা উপজেলাকে ৫-০ গোলে হারিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন হয়েছেন। 


শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লা

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বালক ও বালিকা পর্বের ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।


বালিকা গ্রুপের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন দলের জোনাকি এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সিটি কর্পোরেশনের বিথী। 


বালক গ্রুপের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দাউদকান্দি উপজেলা দলের সাইম আহমেদ রুইদ ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দাউদকান্দি উপজেলা দলের হাসিব মোল্লা। 


ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম  আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া  কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল্লাহ স্বপন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, সাবেক ক্রিকেট খেলোয়াড় ফখরুল আলম সাগর, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, জেলা ফুটবল কোচ তুহিন প্রমূখ। 


এদিকে ফাইনাল খেলার উদ্বোধন পর্বে উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের সাথে কুশলাদি বিনিময় করেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিন উর  রশিদ ইয়াসিন।

২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন