Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সঙ্গে থাকায় ৩ সাংবাদিকের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

প্রশাসনের বাজার মনিটরিং অভিযানকালে আদালতের সঙ্গে থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩ সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের সড়ক বাজারে সাতরং ফ্যাশনের মালিকের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন- হান্নান খাদেম (যায়যায়দিন ও নিউ এইজ), আবু কাউছার রুবেল (রুবেল আহমেদ) (বাংলাদেশ বুলেটিন), জালাল হোসেন মামুন (দেশরূপান্তর ও মাইটিভি)। হামলায় আহত

রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


এ ঘটনায় আবু কাউছার রুবেল বাদী হয়ে গতকাল রাতে ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন। এসময় সড়কে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করায় তিন মোটরসাইকেল মালিককে জরিমানা করা হয়।


এরমধ্যে সাতরং ফ্যাশনের মালিক সোহাগ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা করায় সোহাগ মিয়া ক্ষুব্ধ হয়ে আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তখন পেশাগত কাজে সাংবাদিক হান্নান খাদেম, জালাল হোসেন মামুন, অমিত হাসান ও হাসান মাহমুদ পারভেজ উপস্থিত ছিলেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে সাংবাদিক হান্নান খাদেম, জালাল হোসেন মামুন ও রুবেল আহমেদ ফল কেনার জন্য বাজারে গেলে সাংবাদিকদের দেখে সোহাগ মিয়া উত্তেজিত হয়ে বলেন ‘‘তোদের কারণে আমার জরিমানা হয়েছে’’ এ কথা বলেই সোহাগ মিয়া ও দোকানের কর্মচারীসহ ৭-৮ জন যুবক সাংবাদিকদের ওপর হামলা করে মারধর করেন। এতে রুবেল আহমেদ আহত হয়। হামলাকারীরা একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। ‌পরে বাজারের লোকজন এগিয়ে এসে সাংবাদিকদের রক্ষা করে।

এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। এজহারনামীয় পাঁচজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

১৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন