Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

পদ্মা নদীতে ট্রলার ডুবে ২৮ টি গরুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
৫ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবে ২৮ টি গরু মারা গেছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সুত্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, ‘৪৭টি গরু নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ১৯টি গরু জীবিত উদ্ধার করা গেছে।

ট্রলারটি শনাক্ত করা গেছে বলে খবর পেয়েছি। কিছুক্ষণ আগেই ২টি মরা গরু ভেসে উঠেছে।

মারা যাওয়া গরু ও ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে।’

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘স্থানীয় জেলেদের সহযোগিতায় জাল পেতে  ট্রলারটি শনাক্ত করা হয়েছে।

ট্রলারটি তীরে উঠানোর কাজ চলছে।’

৫ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন