ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুস সাত্তার ভূঁইয়াসহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় পাঁচ প্রার্থীর মনোনয়ন ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির বহিষ্কৃত নেতা
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু, শাহ মফিজ, আব্দুর রহিম, মোহন মিয়া এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীর মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর, এক শতাংশ ভোটারের স্বাক্ষর, ব্যাংক স্টেটমেন্ট এবং আয়কর রিটার্ন দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে মনোনয়ন বাতিল হয়েছে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এরপর আগামী ১৬ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে তফসিল দেয় নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫