Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

এবার রিকশাচালকদের অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পর তারা রাস্তায় নেমেছেন। এবার তারা মহাখালী রেলক্রসিংসহ রেললাইনে অবস্থান নিয়েছেন।


এ অবস্থায় মহাখালী ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যানবাহন না পেয়ে সকাল থেকে অফিসগামী মানুষ

চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন।


মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অটোরিকশাচালকরা রেললাইনে অবরোধ করে আন্দোলন করছেন, তাই নিরাপত্তার কারণে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল ১০টার পর থেকে ঢাকা স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি এবং আসছে না। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।


ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, "আমরা জানতে পেরেছি, ব্যাটারিচালিত রিকশাচালকরা মহাখালী রেললাইন অবরোধ করেছেন। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক টিম ঘটনাস্থলে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।"


বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, "সকাল থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা মহাখালী এলাকায় অবস্থান নিয়েছেন। তারা রেলক্রসিংসহ বিভিন্ন রাস্তায় অবরোধ করেছেন এবং মহাখালী রেললাইনও নিজেদের দখলে নিয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।"

২৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন