Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

বিয়ের দিন পুকুরে ডুবে বরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো

বিয়ের দিন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজু আহম্মদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার বড় ঘাড়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজু ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।


রাজুর ছোট ভাই মো. বিল্লাল হোসেন জানান, তার ভাই ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালান। উপজেলার শ্রীপুর গ্রামের এক মেয়ের সঙ্গে তার ভাইয়ের বিয়ে ঠিক হয়। রোববার ছিল বিয়ের দিন। বিকেলে

বরযাত্রী যাওয়ার জন্য সব মেহমানরা বাড়িতে এসে উপস্থিত হন। পুকুরে গোসল করতে গিয়ে রাজু ভাই পানিতে ডুবে যান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ভাই সাঁতার জানতো না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার জানান, হাসপাতালে আনার আগেই রাজু আহম্মদের মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

৬ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন