Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বিসিএসের ভাইভার নম্বর কমিয়ে ৫০ করা হতে পারে: পিএসসি

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
# ফাইল ফটো




বিসিএসের মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। সম্প্রতি সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সিদ্ধান্ত নিয়েছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ফলে ৪৭তম বিসিএস থেকে ভাইভা ১০০ নম্বরের উপর অনুষ্ঠিত হবে।


পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবারাক হোসেন মোনেম বলেছেন, প্রয়োজনে ভাইভার নম্বর আরও কমিয়ে ৫০ করা হতে পারে। তিনি

জানান, এই বিষয়ে পর্যালোচনা চলছে এবং ইতিবাচক সিদ্ধান্ত হলে নম্বর কমানো হবে।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এ সময় পিএসসির সদস্য মো. সুজায়েত উল্লাহ বলেন, বিসিএসের সিলেবাস আধুনিকীকরণের কাজ চলছে এবং ৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাস কার্যকর হবে।


নতুন সিলেবাস সম্পর্কে তিনি বলেন, "এটি শুধু বিসিএসের জন্য নয়, বরং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও প্রস্তুত করবে।"


সংবাদ সম্মেলনে বিসিএসের জটিলতা নিরসন, ভাইভা দ্রুত সম্পন্ন করা, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং চাকরিপ্রার্থীদের দাবি নিয়ে পিএসসির অবস্থানও তুলে ধরা হয়। এ সময় পিএসসির চেয়ারম্যান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩ দিন আগে রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন