Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সারাদেশ

বিষপানে রোজাদার গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নীলফামারীর কিশোরগঞ্জে রোজা থেকে ইফতারির পর টনসিলের ব্যথা সহ্য করতে না পেরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

নিহত আরজিনা বেগম (৫৫) কিশোরগঞ্জের উত্তর দুরাকুটি গ্রামের আনু মিয়ার স্ত্রী। শুক্রবার (২৪ মার্চ) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

পরিবার ও থানা পুলিশ সূত্র জানায়, আরজিনা দীর্ঘদিন ধরে টনসিলের ব্যথায় ভুগছিলেন, ঐদিন ব্যথা সহ্য করতে না পেরে তিনি মাগরিবের

নামাজের পর বিষপান করেন। অবস্থা বেগতিক হওয়ায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

আরজিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়। তিনি জানান, গৃহবধূর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আজ (শনিবার) আরজিনার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন