রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থী মারিয়া আক্তার (২৬) মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
মৃতের বোনজামাই আশরাফ আলী সংবাদমাধ্যমকে জানান, মারিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। গত
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানিয়েছি।
এর আগে, গত বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আবাসিক হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে মারিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে।
২১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫