সাকিব আল হাসান আগামী বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরে আসবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বিদায়ী টেস্ট খেলতে। মিরপুরের হোম অব ক্রিকেটে এই টেস্ট হবে তার শেষ টেস্ট ম্যাচ। সম্প্রতি সাকিব টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং এই ম্যাচটি তার শেষ টেস্ট হিসেবে খেলতে চান। সাকিব ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তার দেশে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছেন।
তবে,
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবের দেশে ফেরা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বিশেষ করে তার নিরাপত্তা নিয়ে। তবে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর তার দেশে ফেরার বিষয়টি এখন অনেকটাই নিশ্চিত।যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সাকিবের দেশে ফেরার বিষয়ে কোনো সমস্যা নেই।
আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট। এই সিরিজের জন্য ক্রিকেটাররা ইতোমধ্যে অনুশীলনে ব্যস্ত রয়েছেন, এবং সাকিবের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই স্কোয়াড ঘোষণা করা হবে।
ভারত সিরিজ শেষ করেই সাকিব যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন, সেখানে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য তার ব্যস্ততা ছিল। তবে, এর মধ্যেই তিনি ফেসবুকে একটি আলোড়ন তোলা পোস্ট দেন, যেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন।
সাকিব তার দেশে ফেরার কথা জানিয়ে ভক্ত-সমর্থকদের কাছে সমর্থন চেয়েছেন। অনেকের ধারণা, সাকিবের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে সরকারের কিছু কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে।
সাকিবের দেশে আসা ও খেলা শেষে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, "দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। আইন মন্ত্রণালয় এ বিষয়ে আরও ভালো ব্যাখ্যা দিতে পারবে।"
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫