Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনোদন

বিগ বস থেকেই ২৫০ কোটি টাকা আয় সালমান খানের

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস, যা গত ১৫ বছর ধরে বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালনা করে আসছেন। দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানটি পরিচালনার মাধ্যমে তিনি বিগ বসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।


এ কারণে বিগ বস মানেই সালমান খান দর্শকদের কাছে! দর্শকরা অন্য কাউকে তাঁর জায়গায় ভাবতেই পারেন না। তাই জনপ্রিয়তার কথা মাথায় রেখে চ্যানেল কর্তৃপক্ষকে তাঁকে বাড়তি পারিশ্রমিক

দিতে হচ্ছে।


গত ৬ অক্টোবর থেকে বিগ বস ১৮ এর নতুন সিজন শুরু হয়েছে। আগের মতো এবারও সঞ্চালনার দায়িত্ব পালন করছেন সালমান খান। জনপ্রিয় এই শোটি সঞ্চালনার জন্য তিনি মাসে ৬০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন।


গত বছরের তুলনায় এবার তিনি আরও বেশি পারিশ্রমিক নেবেন। এবার তিনি আলাদা আলাদা এপিসোডের জন্য পারিশ্রমিক নেবেন না; বরং সব এপিসোডের পারিশ্রমিক একসঙ্গে চুক্তি হিসেবে নেবেন। সেই অনুযায়ী, প্রতি মাসে প্রায় ৬০ কোটি টাকা পাবেন।


গত সিজনের মতো, যদি এ বছরও বিগ বস ১৬ সপ্তাহ ধরে চলে, তাহলে এই সিজন থেকে সালমান খান পারিশ্রমিক হিসেবে পাবেন ২৫০ কোটি টাকা।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন