বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো ৯৭তম অস্কার পুরস্কার অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ৯৭তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার
পেয়েছে ‘আনোরা’। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শন বেকার, যিনি এর চিত্রনাট্যও লিখেছেন। শন বেকার এবারের অস্কারে নতুন ইতিহাস গড়েছেন। তিনি একই চলচ্চিত্রের জন্য চারটি অস্কার জিতেছেন—প্রযোজনা, পরিচালনা, সম্পাদনা ও চিত্রনাট্য রচনার জন্য। এটি একটি অনন্য অর্জন, বিশেষ করে বেকারের মতো একজন স্বাধীনচেতা চলচ্চিত্র নির্মাতার জন্য, যিনি মূলধারার হলিউডের বাইরে কম বাজেটের চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত।‘আনোরা’ চলচ্চিত্রে ব্রুকলিনের এক তরুণী যৌনকর্মী অ্যানোরা ও ধনী রুশ ব্যবসায়ীর পুত্র ভানিয়া জাখারভের প্রেম ও বিবাহের গল্প হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। এই চলচ্চিত্রে অ্যানোরার চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন এবং ভানিয়া জাখারভের ভূমিকায় মার্ক এইদেলস্টাইন অভিনয় করেছেন।
এবারের অস্কারে সেরা প্রযোজকের পুরস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রোডি (‘দ্য ব্রুটালিস্ট’), যিনি এর আগে ‘দ্য পিয়ানিস্ট’ চলচ্চিত্রের জন্যও অস্কার জিতেছিলেন। অন্যদিকে, সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন (‘আনোরা’)। ম্যাডিসনের এই জয়কে অনেকেই ‘আপসেট ভিক্টরি’ বলে অভিহিত করেছেন, কারণ অনেকেই ধারণা করেছিলেন যে ‘দ্য সাবস্ট্যান্স’ চলচ্চিত্রের ডেমি মুর এই পুরস্কার জিতবেন।
এছাড়া, ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন একজন অভিনেতা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার জিতেছেন জো সালদানা। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার পেয়েছেন ডেনিস ভিলেনিউভ।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ব্রাজিলের ‘আই’ম স্টিল হিয়ার’। সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে লাটভিয়ার ‘ফ্লো’ বিজয়ী হয়েছে। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে ‘নো আদার ল্যান্ড’, যা ইসরায়েলি সরকার কর্তৃক পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চিত্র তুলে ধরে।
অন্যদিকে, প্রথমবারের মতো অস্কারের মঞ্চে উপস্থাপনা করেছেন কনান ও’ব্রায়েন, যিনি আগে লেট নাইট শো ও পডকাস্টের জন্য পরিচিত। তার হাস্যরসাত্মক বক্তব্যে অস্কারের দীর্ঘ সময় ধরে চলার প্রসঙ্গ ও হলিউডের সাম্প্রতিক ঘটনাবলি উঠে এসেছে।
১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫