Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজনীতি

‘বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, দুটিই জরুরি’

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংস্কার ও নির্বাচনের পক্ষে। উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ। সংস্কার নাকি নির্বাচন- কেউ কেউ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। 


শনিবার (২৫ জানুয়ারি) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিচারে সাধারণ

মানুষের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের সংসার পরিচালনা। একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অন্যদিকে জনগণের ওপর চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা—এসব কারণে কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।


তারেক রহমান বলেন, "অনেক পরিবারে নীরব হাহাকার চলছে। আজ জনগণের কাছে প্রশ্ন হচ্ছে—কীভাবে দ্রব্যমূল্য কমানো যায়? কীভাবে বাজার সিন্ডিকেট ভেঙে পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা যায়? কীভাবে ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়া যায়?"


তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের মধ্যে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো থাকা উচিত।


"আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা," বলেন তারেক রহমান।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন