Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৩ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




চীন বাংলাদেশের স্বাস্থ্যখাতে ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ চীনের জন্য স্বাস্থ্য খাতে একটি সম্ভাবনাময় বাজার হতে পারে।


উপদেষ্টা আরও বলেন, ‘চীন ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সম্মত হয়েছে। এছাড়া, একটি ১০০০ শয্যাবিশিষ্ট

হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা চলমান রয়েছে।’


রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।


নূরজাহান বেগম আরও যোগ করেন, ‘চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন যে, ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর সফল হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকরা চিকিৎসার জন্য সহজেই চীন ভ্রমণ করতে পারবেন।’

৩ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন