বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহলরত জাহাজগুলো তিনটি ফিশিং ট্রলারসহ এই জেলেদের আটক করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোংলা থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরের
বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে। পরে ওই দিন রাতে ট্রলারসহ তাদের আটক করে মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলাম ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীকালে রাত ৪টায় আটক ট্রলার ও জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে এমভি নারায়ন, এমভি অভিজিৎ ও এমভি অভিজিত নামক তিনটি ফিশিং ট্রলার ও এতে থাকা জেলেদের আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী। পরে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।
ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আজ বিকেলে আটক জেলেদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে। ’
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫