বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করা নিয়ে চ্যালেঞ্জ হবে কি না?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহু বছরের স্থাপিত
দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর এবং বহুমুখী। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম প্রধান বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। পাশাপাশি, আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গত পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের সরকারের সঙ্গেই সফলভাবে কাজ করে আসছে।”তিনি আরও বলেন, “এই দীর্ঘ সম্পর্কের অভিজ্ঞতা থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন দল পরিবর্তন হলেও তাদের পররাষ্ট্রনীতি, কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্য তুলনামূলকভাবে অপরিবর্তিত থাকে। আমরা আগেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতেও পারস্পরিক স্বার্থে কার্যকর সহযোগিতার সম্ভাবনা রয়েছে। সুতরাং, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো বৈপরীত্যের আশঙ্কা নেই।”
আগরতলা সহকারী হাইকমিশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “নিরাপত্তাজনিত কারণে আগরতলা মিশন থেকে বর্তমানে কনস্যুলার সেবা প্রদান বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি ঘটলে এ বিষয়ে জানানো হবে।”
১৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫