Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজনীতি

আওয়ামী লীগের বাজেটকে কন্টিনিউ করতে গিয়ে বিপদে পড়ছে সরকার: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী লীগের বাজেটকে কন্টিনিউ (চালু রাখতে) করতে গিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার সংকটে পড়েছে।


তিনি বলেন, “লুটপাটের সেই বাজেট বাস্তবায়নের জন্য এখন আর বাংলাদেশে কোনো পরিবেশ নেই। অন্তর্বর্তী সরকার চাইলে একটি অন্তর্বর্তীকালীন বাজেট তুলে ধরতে পারত। কিন্তু তা না করে লুটপাটের বাজেট বাস্তবায়নের চেষ্টা

করা খুবই কঠিন হয়ে পড়েছে।”


শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


আমীর খসরু আরও বলেন, “সরকারের ঘাটতি মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে শুল্ক বা ভ্যাট বাড়ানোর পথ ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে সরল এই পন্থায় না গিয়ে সরকারের উচিত ছিল একটি বিকল্প পরিকল্পনা গ্রহণ করা। দেশের মানুষ এমনিতেই খুব কষ্টে আছে—দু’বেলা খাবার জোগাড় করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমছে। এর মধ্যে নতুন করে কর আরোপ করা হলে জনগণ আরও দরিদ্র হয়ে পড়বে।”


তিনি জোর দিয়ে বলেন, “অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তাদের উচিত অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়ন করা। পতিত সরকারের লুটপাটের বাজেট থেকে বেরিয়ে এসে বর্তমান সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়।”

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন