Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

সাবেক আইজিপি মামুন আবারও ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো



রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আবারও ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে রিমান্ড শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


এদিন সকালে সাবেক আইজিপিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা

ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন।


তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাজধানী থেকে সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একাধিক মামলায় তাকে ১৮ দিনের রিমান্ড শেষে আরও সাতটি মামলায় ৪৩ দিনের রিমান্ডে পাঠানো হয়।


ফজলুল করিম হত্যা মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কের জসিম উদ্দিন মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ফজলুল করিম। ওইদিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে ফজলুল করিমসহ অনেকে আহত হন। রাত ৯টা ১৯ মিনিটে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহত ফজলুল করিমের ভাই আনোয়ার হোসেন আয়নাল বাদী হয়ে গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের নামে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করেন। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছিলেন ৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

২৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন