Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

আনিসুল হক আরও ২ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:
১১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো




বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ রিমান্ডের আদেশ দেন।


রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানার এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে আলামিন নামে এক যুবক গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন

অবস্থায় মারা যান। পুলিশের দাবি, এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন এবং তার নির্দেশেই হত্যাকাণ্ড সংঘটিত হয়।


পুলিশ আরও উল্লেখ করে, হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও বাকি আসামিদের তথ্য সংগ্রহের জন্য আনিসুল হকের রিমান্ড প্রয়োজন। তবে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, আনিসুল হকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং এর আগেও তাকে কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে।


উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।


উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন থানার প্রায় অর্ধ শতাধিক হত্যা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

১১ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন