Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেয়ার সুযোগ নেই: সিইসি

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




আদালত বা সরকার নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।


সিইসি বলেন, আওয়ামী লীগ একটি নিবন্ধিত রাজনৈতিক দল। সুতরাং, রাজনৈতিকভাবে বা আদালত

কর্তৃক নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশগ্রহণে তাদের কোনো বাধা নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।


অন্যদিকে, তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করে বর্তমানে ভারতে অবস্থান করছেন। দলের শীর্ষ নেতাদের অনেকেই বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। যারা দেশে আছেন, তারাও আত্মগোপনে রয়েছেন। কিছু নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন।


এমন পরিস্থিতিতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল অবিলম্বে সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। গণআন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনীতির অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আন্দোলনকারী ছাত্র নেতারা দাবি করেছেন, জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়।

২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন