অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, "কর সংগ্রহ বাড়ানো না হলে আমরা নিজেরাই বিপদে পড়ব। বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে যখন আলোচনা করি, তারা আমাদের প্রশ্ন করে, ‘তোমাদের এত লোকসংখ্যা, কিন্তু ভ্যাট এত কম! কেন এত কর অব্যাহতি দেওয়া হচ্ছে?’"
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ভ্যাট দিবস উপলক্ষে এক সেমিনারে এ মন্তব্য
করেন তিনি।কর অব্যাহতি এবং প্রণোদনার প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, "আমরা পঞ্চাশ বছর ধরে বহু ‘শিশু’কে লালন করেছি। কর অব্যাহতি ও প্রণোদনা দিয়ে আর কতদিন এটি চালিয়ে যাব? এমন কিছু খাত রয়েছে যারা শারীরিকভাবে বড় হলেও মানসিকভাবে এখনো নিজেদের শিশু মনে করে এবং প্রোটেকশন দাবি করে। কিন্তু প্রোটেকশনের যুগ এখন শেষ।"
তিনি আরও বলেন, "আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ২০২৬ সালে উন্নয়নশীল দেশের মর্যাদায় পৌঁছাব। এই অবস্থায় কর অব্যাহতির মতো সুবিধাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। না হলে আমরা প্রতিযোগিতামূলক হতে পারব না। সবার প্রতি অনুরোধ থাকবে, দয়া করে কর পরিশোধ করুন।"
কর্মকর্তাদের প্রতি করদাতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "আমাদের কর্মকর্তারাও যেন জোর করে আদায় না করেন। কোনো করদাতার সমস্যা থাকলে তা শুনে তাদের সহায়তা করতে হবে এবং কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন, "সরকার চালাতে হলে সবার অংশগ্রহণ প্রয়োজন। এটি শুধু মুখের কথা নয়, এর জন্য ট্যাক্স দেওয়া জরুরি। প্রত্যেক নাগরিককে তার সামর্থ্য অনুযায়ী কর দিতে হবে। এটি সবার দায়িত্ব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার ও এফবিসিসিআই-এর প্রশাসক হাফিজুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫