Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রাজনীতি

৭ লাখ কোটি টাকার বাজেট দেয় সরকার অথচ কয়লার টাকা নাই : গয়েশ্বর

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

অর্থের কারণে বিদ্যুৎপ্ল্যান্ট বন্ধ হয়ে গেছে, কয়লা কেনার টাকা নাই অথচ ৭ লাখ কোটি টাকার বাজেট দেয় এই হলো আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (৭জুন) দুপুর বারোটায় দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আলম মার্কেট এলাকায় ইউনিয়ন বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি

বলেন, পায়রা রামপাল সহ ছোটখাটো অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ সরকারের হিসাব অনুযায়ী ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ।জনগণ তো বিদ্যুতের বিল বাকি রাখে নাই তাদের টাকা কোথায় গেল।

এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের পর আমার সাথের অনেকেই শহীদ হয়েছে আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি এখন ৫০ টি বছর বোনাস পেয়েছি। এই বাকি জীবনে জনগণের রাষ্ট্র জনগণের হাতে তুলে দিয়ে মৃত্যু হলে বুঝব আমার পৃথিবীতে আসা সার্থক। মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, যেই মাটিতে রক্ত ঝরে সে মাটি আরো প্রতিবাদী হয়ে ওঠে। কেরানীগঞ্জের মাটি থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে বলে দিতে চাই আপনার অবৈধ-দুঃশাসনে আমার রক্ত ঝরেছে এতে আরো শক্তিশালী হয়ে রাজপথে নেমেছি।

আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ খানের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য বিতরণ কর্মসূচিতে অন্যানের মধ্যে দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপি'র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ,সাংগঠনিক সম্পাদক ইশা খাঁ, প্রবীণ বিএনপি নেতা মোশারফ মেম্বারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন