Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আবারও বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বাংলাদেশে সদ্য সম্পন্ন হওয়া দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে আবারও কথা উঠেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেন।


ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যু তুলে ধরে এক সাংবাদিক

প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্রকে অবক্ষয় করে এবং বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক রেখে রিপোর্ট অনুসারে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? নির্বাচন নিয়ে আপনার দেওয়া বিবৃতিতে বলেছিলেন, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি।


জবাবে মিলার বলেন, বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটকে রেখে যে নির্বাচন হয়েছে তা নিয়ে এখনো আমরা উদ্বিগ্ন। আর নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে তা নিয়েও আমাদের উদ্বেগ অব্যাহত রয়েছে। অন্য পর্যবেক্ষকদের মতো নির্বাচন নিয়ে আমাদের মন্তব্য হচ্ছে, এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি।


মিলার আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে আমরা এর নিন্দা জানাই। সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। এ ছাড়াও রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাব, তারা যেন সহিংসতা পরিহার করে।


নির্বাচনের আগে থেকেই বিভিন্ন সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার শুরু থেকেই বলে আসছিল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। এরপর নির্বাচনের পরেও তারা প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছিল।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন