Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বহিষ্কার হচ্ছেন পিটার হাসকে হুমকি দেওয়া সেই আ.লীগ নেতা

ডেস্ক রিপোর্ট:
১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়াসহ বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

তিনি বলেন, মুজিবুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বারবার বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান মুজিবুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম-১৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি এ অভিযোগ করেন। এ আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনিও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির সমর্থক আওয়াল হোসেন। তিনি বলেন, তফশিল ঘোষণার পর থেকে ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে আসছেন। এর মধ্যে ৩০ ডিসেম্বর পুঁইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সালমা বাজার এলাকায় বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের মিছিল যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এরপর ২ জানুয়ারি মোস্তাফিজুর রহমানের নির্বাচনি সভা থেকে বাঁশখালীতে অন্য প্রার্থীর এজেন্ট থাকতে দেওয়া হবে না বলে মুজিবুল হক চৌধুরী হুমকি দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মুজিবুল হকের এমন বক্তব্যের পর বিভিন্ন প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। বর্তমানে এমপির বাড়িতে দিনের বেশির ভাগ সময় অবস্থান করছেন মুজিবুল হক। তার বিরুদ্ধে দুই দিন আগে মামলা করে দুদক। পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। ৩ জানুয়ারি ভোরে এমপির বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু মুজিবুল হককে না পেয়ে ফেরত যায় তারা।

১৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন