Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

৩৮তম বিসিএসের ফল কোটামুক্তভাবে প্রকাশ করতে হাইকোর্টের রুল জারি

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



৩৮তম বিসিএসের ফলাফল কোটামুক্তভাবে পুনর্মূল্যায়ন করে প্রকাশ করতে হাইকোর্ট রুল জারি করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


রুলে জানতে চাওয়া হয়েছে কেন ৩৮তম বিসিএসের ক্যাডার ও ননক্যাডার চূড়ান্ত ফলাফল কোটামুক্তভাবে বা মেধার ভিত্তিতে পুনঃমূল্যায়ন করা হবে না। আদালতে রিটের

পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন।


এর আগে, ৩৮তম বিসিএসে কোটা পদ্ধতি অনুসরণ করায় বৈষম্যের শিকার ১২০ জন পরীক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন, যাতে ক্যাডার ও ননক্যাডার চূড়ান্ত ফলাফল কোটামুক্তভাবে/মেধার ভিত্তিতে পুনঃমূল্যায়ন করে প্রকাশের দাবী করা হয়।


জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন জানান, ২০১৭ সালের ২০ জুন ৩৮তম বিসিএস এবং ২০১৮ সালের ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। পরে ২০১৮ সালের ৪ অক্টোবর কোটা সংস্কার আন্দোলনের ফলে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে। কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পরে ৩৮তম ও ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। যদিও ৩৮তম বিসিএসে কোটা প্রথা প্রয়োগ করা হয়, ৪০তম বিসিএসে মেধাক্রম অনুযায়ী নিয়োগ প্রদান করা হয়। এই বৈষম্যের কারণে রিটকারীরা ক্ষুব্ধ হয়ে রিটটি দায়ের করেন।


পিএসসি সবসময় চূড়ান্ত ফলাফলের সময় বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে এসেছে। উদাহরণস্বরূপ, ৩১তম বিসিএসে প্রতিবন্ধী কোটা চূড়ান্ত ফলাফলের সময় কার্যকর করা হয়। একইভাবে, ২০২৪ সালের ২৩ জুলাই সকল চাকরির ক্ষেত্রে ৭ শতাংশ কোটা নির্দিষ্ট করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পিএসসি বর্তমানে চলমান নিয়োগ প্রক্রিয়ায় ২০২৪ সালের ২৩ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুসরণ করছে, যেমন জুনিয়র ইন্সট্রাক্টর (টেক), উপ-সহকারী প্রকৌশলী, ড্রাফসম্যান প্রভৃতি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রজ্ঞাপনের আগে হলেও পিএসসি বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন