বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মো. সোহেল রানা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও ছাত্রলীগের ক্যাডার রাজা বাদশা পিচ্চি রাজাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
একই সঙ্গে কাফরুল থানায় মো. আতিকুল ইসলাম হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের
সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
শুনানিকাল কারাগারে থেকে আসামিদের আদালতে হাজির করা হয়।
মোহাম্মদপুর থানার সোহেল রানা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা একই থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান।
আর কাফরুল থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আল মামুন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
সোহেল রানা হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় এলাকায় আন্দোলনে অংশ নেন ভিকটিম সোহেল রানা। ওদিন দুপুর আড়াই টায় আসামিদের ছোঁড়া গুলিতে হয়ে হাসপাতালে ভর্তি হন। এখনো পুরোপুরি সুস্থ হননি ভুক্তভোগী সোহেল রানা। এ ঘটনায় গত ১১ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২২২ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।
আতিকুল ইসলাম হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় একটা হত্যা মামলা করেন।
১৮ দিন আগে রবিবার, জুলাই ২০, ২০২৫