Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আইন ও আদালত

১৪০ কোটি টাকাসহ সাবেক আইনমন্ত্রী আনিসুলের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার সাথে সংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাবের ১৪০ কোটি ১৭ লাখ ৮ হাজার ৫০ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জৈষ্ঠ্য বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আনিসুল

হক ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজের এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এছাড়া, ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা এবং ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন। এসব লেনদেন মানিলন্ডারিং, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে সম্পত্তির রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের সাথে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।


দুদকের অভিযোগ অনুযায়ী, আনিসুল হক অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়, হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এ কারণে তার নিজের এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। যদি তার ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা না হয়, তাহলে বিচারকালে এসব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন