নির্বাচন কমিশনের (ইসি) ডেটা সেন্টারে সংরক্ষিত ১১ কোটির বেশি নাগরিকের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে কাফরুল থানায় করা মামলায় ডেটা সেন্টারের সাবেক পরিচালক তারেক এম বরকতউল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক
রাখার আবেদন করেন কাফরুল থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু হানিফ। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন।গতকাল বুধবার সকালে রাজধানীর কাফরুলের উত্তর কাজীপাড়া থেকে বরকতউল্লাহকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে। বরকতউল্লাহ ইসির ডেটা সেন্টারের সাবেক পরিচালক ছিলেন।
গত ৮ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তারেক বরকতউল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কাফরুল থানায় মামলা দায়ের করেন এনামুল হক। মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আরও ১৫ থেকে ২০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫