Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিশ্ব

যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো




যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ কেলেঙ্কারিতে ভূমিকা রাখার অভিযোগে ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ দায়েরের পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


কর্তৃপক্ষ

জানিয়েছে, গৌতম আদানি এবং অন্যান্য সাতজন অভিযুক্ত ব্যক্তি একটি প্রকল্পের বিনিময়ে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। অভিযুক্তদের মধ্যে গৌতম আদানির ভাইপো সাগর আদানিও রয়েছেন। এই প্রকল্পটি পেলে তাদের ২০ বছরে ২০০ কোটি ডলার লাভ হওয়ার কথা ছিল। প্রকল্পটি অর্জন করতে পারলে তারা ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে পারতেন।


আদালতের নথি অনুযায়ী, গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে একজন বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। প্রসিকিউটররা এই পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করার পরিকল্পনা করছেন।


প্রসিকিউটররা জানান, গৌতম আদানি এবং আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনিত জৈন দুর্নীতির তথ্য গোপন রেখে ঋণদাতা এবং বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০০ কোটি ডলারের বেশি ঋণ এবং বন্ড সংগ্রহ করেছিলেন।


অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তিগতভাবে গৌতম আদানিকে ‘নুমেরো উনো’ এবং ‘দ্য বিগ ম্যান’ নামে সাংকেতিক ডাকতেন, আর সাগর আদানি তার মোবাইল ফোনের মাধ্যমে ঘুষের লেনদেনের সুনির্দিষ্ট তথ্য ট্র্যাক করতেন।


আদানি গ্রুপ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

২২ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন