যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা আব্দুল আলিম যশোরী (৪০) মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মাওলানা আব্দুল আলিম যশোরী শার্শা ইউনিয়নের লাউতাড়া গ্রামের ইনসাফ আলীর ছেলে।
গত ১৮ সেপ্টেম্বর বিকেলে শার্শার বাড়ি থেকে নাভারণ যাওয়ার পথে শ্যামলাগাছি অটো রাইসমিলের সামনে
তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।মাওলানা আব্দুল আলিম যশোরী শার্শার লাউতারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এবং ত্রিমোহনী শ্যামলাগাছি মসজিদের ইমাম ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে শার্শাসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫