Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

YCSBD ফেনী জেলা নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ ফেনী শাখার দায়িত্বশীলের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ এর মিনিস্ট্রি বোর্ডের সদ্য ইমিডিয়েট ফাস্ট রিপ্রেজেনটেটিভ, ওয়াইসিএসবিডিয়ান তাহসিনুল ইসলাম ফারহান নবনির্বাচিত ৮জন দায়িত্বশীলকে শপথ পাঠ করান। সে-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ এর উপদেষ্টা ওয়াইসিএসবিডিয়ান আবু তাহের

ভুঁইয়া ও প্রধাম মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইসিএসবিডিয়ান ফয়সাল ভূঁইয়া।


শপথ গ্রহণের পর, ফেনী ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে এক জমকালো সংবর্ধনা আয়োজন করা হয়, যেখানে নবনির্বাচিত ৮ জন দায়িত্বশীলকে মিষ্টিমুখ করানো হয়। দায়িত্বশীলরা হলেন:


-হেড অব ডিস্ট্রিক্ট, শাহেদুজ্জামান শাহেদ

-ফেনী ডিস্ট্রিক্ট পাইলট, আদ্রিতা তাবাসসুম 

- প্রেসিডেন্সিয়াল স্পেশাল এইড, ওয়াইসিএসবিডিয়ান আরিফুল ইসলাম

-নুসরাত জাহান

-ওমর সানী

-মেম্বারশিপ ডেভেলপমেন্ট অফিসার, ওয়াইসিএসবিডিয়ান ফয়সাল হোসেন অপু

-সিস্টার্স প্রোটেক্টর চেয়ারপারসন,

সুমাইয়া আক্তার

- ডেপুটি সিস্টার্স প্রোটেক্টর চেয়ারপারসন, ওয়াইসিএসবিডিয়ান উর্মি।


YCSBD সবসময়ই যুব ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, এবং নবনির্বাচিত এই কমিটির সদস্যরা তরুণদের জন্য নিবেদিতপ্রাণ, যারা YCSBD এর মিশন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। 


YCSBD তরুণদের উন্নয়নে কাজ করছে। YCSBD একটি ইয়ুথ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যা দেশের তরুণদের প্রতিভা বিকশিত করার সুযোগ দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের কাজ চলছে শিক্ষা, টেকনোলজি, পরিবেশ, জলবায়ু এবং যুব ক্ষমতায়নের মাধ্যমে। YCSBD বাংলাদেশের ২৯টি জায়গায় তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। আমরা বিশ্বাস করি, আমাদের দক্ষতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে পারব। আসুন, YCSBD-তে যুক্ত হয়ে একটি শক্তিশালী, কর্মমুখী এবং উন্নত বাংলাদেশের জন্য কাজ করি!

২৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন