রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভারী অস্ত্র জমা দেবে। এমনটাই জানিয়েছে রাশিয়া। আজ মঙ্গলবার বিবিসি ও সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে অস্ত্র জমা দেওয়ার বিষয়ে ওয়াগনার বাহিনীর কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন, ওয়াগনার বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় রাশিয়ান পাইলট
গতকাল সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেছেন, সামরিক সদস্য, আইন শৃঙ্খলা বাহিনী, স্পেশাল সার্ভিসসহ যারা বিদ্রোহের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের দায়িত্বের প্রতি বিশ্বাসী ছিলেন তাদের আমি ধন্যবাদ জানাই।
ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন
এর আগে ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন বলেন, শনিবার মস্কোর দিকে যাওয়ার সময় কোনো সেনা সদস্য নিহত হয়নি। তবে রুশ একটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছেন প্রিগোজিন। এ নিয়ে সোমবার প্রিগোজিন বলেছেন, হেলিকপ্টারে হামলা চালাতে আমাদের বাধ্য করা হয়েছে।
এদিকে পুতিন এই গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলেন, তারা রাশিয়াকে রক্তক্ষয়ী সহিংসতার মাধ্যমে একটি শ্বাসরুদ্ধকর অবস্থায় দেখতে চেয়েছিলেন।
কঠোর সমালোচনাপূর্ণ ছোট একটি ভিডিও বার্তায় পুতিন বিদ্রোহের সংগঠকদের ‘বিচারের আওতায়’ আনার শপথের কথা জানান। তবে তিনি সাধারণ ওয়াগনার যোদ্ধাদের দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেছেন।
১৪ দিন আগে বুধবার, মে ৭, ২০২৫