Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বিশ্ব

উত্তর কোরিয়ার নতুন ‘ভীতিকর’ ক্ষেপণাস্ত্র নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক:
২৮ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো

শুক্রবার নতুন মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এটি উত্তর কোরিয়ার এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী মিসাইল বলে দাবি করা হচ্ছে। দেশটির নেতা কিম জং উন-এর নির্দেশে এই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে পিয়ংইয়ং।

এক বিবৃতিতে বলা হয়েছে, এটি শত্রুপক্ষের জন্য স্পষ্ট নিরাপত্তা সংকট তৈরি করবে এবং ক্রমাগত চরম অস্বস্তিকর আঘাত হানতে সক্ষম এবং প্রাণঘাতী ও প্লাল্টা

আক্রমণ চালিয়ে শত্রুপক্ষের জন্য ভীতিকর পরিস্থিতি তৈরি করবে।

নতুন ‘ভীতিকর’ এই ক্ষেপণাস্ত্র নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রথমবারের মতো উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় মিসাইলে এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা যুদ্ধের সময় তাদেরকে দ্রুত এই ধরনের অস্ত্র স্থাপনে সক্ষম করে তুলবে।

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া এখনো এই ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের পর্যায়ে রয়েছে। ক্ষেপণাস্ত্রটি উৎপাদনে পুরোপুরি সক্ষম হতে তাদের আরো সময় লাগবে। সামনে তাই এর আরো পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং।

এদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম জং উন তার স্ত্রী, মেয়ে ও বোনকে নিয়ে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো দেখেছেন। এদিকে, নতুন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় আতঙ্কিত অনেক জাপানিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে।

২৮ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন