Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জাতীয়

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, ৭ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব, পুলিশ ও এপিবিএন  যৌথ অভিযান চালিয়ে ৭ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা ক্যাম্প কেন্দ্রিক হত্যা, মাদকসহ নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল বুধবার রাতে উখিয়ার ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদেরকে গ্রপ্তার করা হয়। যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান।


গ্রেপ্তারকৃতরা হলেন ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের লোকমান হাকিমের ছেলে ফরিদুল হক (৩৪), মোহাম্মদ আলীর ছেলে দিল মোহাম্মদ প্রকাশ ফয়েজ (২৫), মো. আলীর ছেলে আব্দুল আউয়াল প্রকাশ ওয়াহেদ (১৯), দিল মোহাম্মদের ছেলে  মো. ইউনুছ (৩৪), ক্যাম্প ১৯ এর করিমুল্লাহর ছেলে নাজমুল হাসান (২৮), মো. ইলিয়াসের ছেলে এহেছান উল্লাহ (৩১), দিলদার আহমদের ছেলে মো. রিয়াজ (৩০)।

সহকারী পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন