Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না: ফখরুল

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বমূর্তি ধারণ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২২ মে) বনানীর গোল্ডেন টিউলিপ হোটেলের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব) এর উদ্যোগে ‘দেশের জ্বালানি খাতে অমানিশা: লুটপাট আর অরাজকতার চালচিত্র’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে বিএনপি মহাসচিব এ কথা

বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনটির মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মারামারি করতে চাই না। আমরা কনফ্রনটেশন চাই না। আমাদের দাবি মেনে নাও, নির্দলীয় সরকারের দাবি মেনে নাও, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই— তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে। তত্ত্বাধায়ক সরকার ছাড়া এখানে কোনও নির্বাচন হবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন আবার ওবায়দুল কাদের সাহেব স্বমূর্তি ধারণ করেছেন। কিছুদিন কথা বললেন, একটু ভদ্রলোকের মতো। এখন আবার বলতে শুরু করেছেন— প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রতিরোধ করা হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার দাবির কথা বলবো, রাস্তায় বলবো, মিটিং-সভা করে বলবো যে, আমি গণতন্ত্র চাই। আমাদের প্রতিরোধ করা হবে। প্রত্যেক দিন শান্তি সমাবেশ করছিলেন তারা (আওয়ামী লীগ)। এর সমালোচনা হওয়াতে এখন বলছেন— প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রতিরোধ গড়ে তোলার তো চেষ্টা করছেন। গত কয়েকবছর ধরে তো পুলিশ দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছেন। রাতের বেলা তুলে নিয়ে গেছো নেতাদের। বাড়ি বাড়ি হামলা করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, আইন তৈরি করেছো।’

অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব কে এস আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সম্মিলিত পেশাজীবী পরিষদের অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ইউনিভারসিটি টিচার্স অ্যাসোসিয়েশনের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাদা দলের অধ্যাপক লুতফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন